

দেবী প্রণাম সেরা পুজো ২০২১ এর নিয়মাবলী -
১) শুধুমাত্র ফোরাম ফর দুর্গোৎসবের অন্তর্গত ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
২) প্রতিটি ক্লাবকে ৭ই অক্টোবরের, ২০২১ মধ্যে মন্ডপ ও প্রতিমার একটি করে ছবি, ১ থেকে ২ মিনিটের ভিডিও ক্লিপিংস সহ আমাদের অফিশিয়াল মেইল আইডিতে মেইল করতে হবে। আমাদের অফিশিয়াল মেইল আইডি debipranamserapujo@gmail.com
৩) প্রথম রাউন্ডে দেবী প্রণামের প্রাথমিক পর্বের বিচারক চিত্রগ্রাহকরা (দেবী প্রণামের অফিশিয়াল আইডি সহ) মন্ডপ পরিদর্শন করবেন।
৪) প্রতিমা, মন্ডপ, ভাবনা, সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক সুরক্ষা এই ৬ টি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে।
৫) চূড়ান্ত পর্বে পাঁচ জন প্রধান বিচারকের মিলিত সিদ্ধান্তই চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে।
৬) যদি কোন ক্লাব আমাদের ফলাফলের বিষয়ে সংশয় প্রকাশ করে, সেক্ষেত্রে উক্ত ক্লাবের সভাপতি বা সম্পাদক অনুমোদিত এবং ক্লাবের সীলমোহর সম্বলিত একটি আবেদনপত্র আমাদের পাঠাতে হবে এবং নির্ধারিত দিনে আমাদের অফিসে এসে প্রতিযোগিতার ফলাফল যাচাই করতে পারবে।
৭) প্রতিযোগিতার জন্য প্রতিটি ক্লাবকে আমাদের তরফে একটি করে ডিজিটাল ব্যানার পাঠানো হবে এবং ডিজিটাল ব্যানারটি ক্লাবের তরফে তাদের ফেসবুক পেজে আপলোড করতে হবে।
৮) পূজা চলাকালীন সরকারি কোনো নির্দেশ আরোপ হলে আমরা তা অনুসরণ করতে বাধ্য থাকবো।