top of page
victoria-memorial--kolkata--india-1140726002-95549087f08e4bafb44c1a71179a8ceb-001.jpg
Mahamukut 2021 Raw.jpg

মহামুকুট মহা সম্মান ২০২১ এর নিয়মবলী-

প্রাথমিক পর্বে শুধুমাত্র কলকাতা, দমদম ও রাজারহাট অঞ্চলের বাছাই করা ১৫০টি থিম পুজোর মধ্যে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।

 

পুজো কমিটি গুলি ৩০/১০/২০২১ বিকেল ৩টে পর্যন্ত পুজোর নাম রেজিস্ট্রেশন করতে পারবে

 

রেজিস্টার করার সময় পুলিশ প্রশাসন ও অন্যান্য পার্মিশনের ফটোকপি আমাদের অফিশিয়াল মেইল আইডি  (mahamukutmahasamman@gmail.com) তে মেইল করতে হবে।

 

রেজিস্ট্রেশন করা পুজো গুলির মণ্ডপ ও প্রতিমার ফটো ও ভিডিও পাঠানোর শেষ সময় ০১/১১/২০২১ দুপুর ২ টো পর্যন্ত। মেইল আইডি (mahamukutmahasamman@gmail.com)

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে আমাদের ডিজিটাল ব্যানারটি ক্লাবের তরফে তাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপলোড করতে হবে। ডিজিটাল ব্যানার ডাউনলোড লিঙ্ক - DOWNLOAD DIGITAL BANNER

 

প্রাথমিক পর্ব থেকে দ্বিতীয় পর্বে উর্ত্তীণ বাছাই পর্ব হবে পুরোপুরি ভার্চুয়াল রাউন্ড।

 

রেজিস্টার করা পুজো কমিটির তরফ থেকে মেইল মারফত পাওয়া প্রতিমা, মণ্ডপের বিভিন্ন কোণ থেকে নেওয়া  স্টিল ফটো (সর্বাধিক ৬ টি) ও ভিডিও ফটোগ্রাফি (সর্বাধিক ৩ মিনিট) দেখে বিচারকরা সেরা ২৫টি পুজো কে দ্বিতীয় পর্বে নির্বাচন করবেন। এক্ষত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত ।

 

দ্বিতীয় পর্বের সেরা ২৫ টি পুজো থেকে সেরা ১২ টি পুজোর চূড়ান্ত বাছাই পর্ব সম্পূর্ণ হবে মণ্ডপ পরিদর্শন করে, এক্ষেত্রে বিচারকগণ ও চিত্রগ্রাহকরা সরাসরি উপস্থিত থেকে ভিজিট করবে।

 

দ্বিতীয় পর্বে বিষয় ভিত্তিক নতুনত্ব ভাবনা, প্রতিমার সৃজনশীলতা, মণ্ডপের নান্দনিকতা ও সুরক্ষা এই চারটি মূল বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হবে।

 

দ্বিতীয় পর্বের উত্তীর্ণ পুজো কমিটি কে তাদের দেওয়া রেজিস্টার মোবাইল নাম্বারে কল করে সেরা ২৫ এর অন্যতম ব্যানার পৌছে দেওয়া হবে, এক্ষেত্রে  ০২/১১/২০২১* তারিখ সকাল ১১ টার পর  থেকে একাধিক বার বিচারকমন্ডলী মণ্ডপে ভিজিট করতে আসতে পারেন।

 

সেরা ২৫ থেকে চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ সেরা ১২ টি পুজো কে নিয়ে ০৩/১১/২০২১* তারিখ ফাইনাল রাউন্ড ভিজিট হবে। এক্ষেত্রে পুজো কমিটি গুলির হাতে সেরা ১২ র অন্যতম কাট আউট অথবা স্ট্যান্ডি তুলে দেওয়া হবে।

 

বিচারক মন্ডলীর চূড়ান্ত বিবেচনার পর পর্যায়ক্রমে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ সেরা ২৫টি পুজোর নাম/ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ সেরা ১২ টি পুজোর নাম ও মহামুকুট মহা সম্মান ২০২১ বিজয়ী ৭টি পুজোর নাম দেবী প্রণাম এর অফিসিয়াল ওয়েবসাইট  https://www.dpkolkata.com/  ও ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হবে। এক্ষত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত ।

 

চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণার পর বিজয়ী পুজো গুলিকে ৪/১১/২০২১ তারিখ মুকুট বিজয়ী কাটআউট/ স্ট্যান্ডি, ট্রফি, সার্টিফিকেট  প্রদান করা হবে।

 

৭টি পুরস্কার বিভাগ এর তালিকা যথাক্রমে -

 

▪সেরা সুরক্ষা

▪ভবিষ্যৎ সেরা

▪উত্তরের সেরা মণ্ডপ

▪দক্ষিণের সেরা মণ্ডপ

▪উত্তরের সেরা প্রতিমা

▪দক্ষিণের সেরা প্রতিমা

▪সেরার সেরা

 

*তারিখ ও সময় সূচীর পরিবর্তন হতে পারে।

* প্রতিযোগিতা চলাকালীন কোনও সরকারি বিধি আরোপ হলে আমরা তা মেনে চলতে বাধ্য থাকব।

MAHAMUKUT MAHA SAMMAN 2021
Select Zone

Thanks for Submitting!

bottom of page